Pronoun English Grammar – Parts of Speech in Bengali – LearnEnglishBengali.Com
November 23, 2021 Post a comment
- PRONOUN
- Personal Pronoun
-
-
- যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয়ে কে, কাকে, কি সম্বন্ধে বলতে বুঝায় তাকে Personal Pronoun বলে। যেমন
- I know you.
- You are my friend.
- She is crying.
- He goes to school.
- এখানে, I, you, my, she, he এগুলো সব ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয়েছে তাই এরা Personal Pronoun. তাছাড়া we, they, his, him, her, their, us, our, me, mine এগুলো Personal Pronoun.
- Personal Pronoun এর প্রকারভেদ : Person অনুসারে Personal pronoun কে তিনভাগে ভাগ করা হয়। যথা : (a) Personal Pronoun of the first person.
- (b) Personal Pronoun of the second person.
- (c) Personal Pronoun of the third person.
- Personal Pronoun of the first person – বাক্যে যে কথা বলে তাকে Personal Pronoun of the first personবলে । যেমন – I, we, me, us, my, mine, our, ours.
- (b) Personal pronoun of the second person বাক্যে যাকে সম্বোধন করে কথা বলা হয়, তাকে Personal pronoun of the second person বলে। যেমন – you, your, yours, thou, thy, thine, thee.
- (c) Personal pronoun of the third person: বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে Personal pronoun of the third person বলে। যেমন – he, she, it, they, them, his, her, him, their, theirs, its.
- Number, Case ও Gender অনুসারে Personal pronoun এর বিভিন্ন রূপ দেখা যায়। নিচের ছকের মাধ্যমে পরিবর্তনের রূপ দেখানো হলো।
- Person – Number – Subject – Object – Possessive
- 1st – singular – I – me – my, mine
- plural – we – us – our, ours
- 2nd – singular – you – thee, you – thine, your, yours
- Plural- you – you – your, yours
- 3rd – singular – he, she, it – him, her, it – his, her, hers, its
- Plural- they – them – their, theirs
- B: Personal Pronoun এর Possesive এর দুইটি রূপ আছে, যথা :
- কতগুলো noun এর আগে বসে adjective এর ন্যায় ব্যবহৃত হয়। সেগুলো হল : my, or, your, his, her, their, its. এগুলোকে বলা হয় Prominal adjective বা Possessive adjective.
- Use:
- That is your pencil.
- ওটা তোমার পেঞ্ছিল।
- This is our school.
- এটা আমাদের স্কুল।
- Mine, ours, yours, here, their এগুলো verb এর পরে বসে এবং Pronoun এর ন্যায় আচরণ করে। এদেরকে বলে Possessive pronoun বলে। এক্ষেত্রে শেষে কোন Noun ব্যবহৃত হয় না।
- use:
- The book is mine.
- বইটি আমার।
- Those pens are theirs.
- ওই কলমগুলো তাদের।
-
-
- Use of ‘It’
- Demonstrative Pronoun
- Use of Demonstrative Pronoun
- Interrogative pronoun
- Use of Interrogative pronoun
-
-
- সাধারণত who, whose, whom, which, what প্রভৃতি শব্দসমূহ Interrogative pronoun রূপে ব্যবহৃত হয়।নিম্নে এদের ব্যবহারসমূহ আলোচনা করা হল :
- who, whom, whose এর ব্যবহার : Sentence এ অনির্দিষ্টভাবে ব্যক্তি বোঝাতে, কে বা কারা এর পরিবর্তে Who, কাকে বা কাদেরকে বোঝাতে whom এবং কার বা কাদের বোঝাতে Whose প্রভৃতি Interrogative Pronoun ব্যবহৃত হয়। যেমন –
- Who is the boy? (কে বোঝাতে Who)
- Whom do you love? (কাকে বোঝাতে Whom)
- Whose is this pencil? (কার বোঝাতে Whose)
- What এর ব্যবহার : কোন একটি ব্যক্তি বা বস্তু কি তা নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য What ব্যবহার করা হয়। এছাড়া “ কোন” অর্থে, “কি করে” অর্থে এবং “কিসের জন্য”এসব বোঝাতে Sentence এ What ব্যবহৃত হয়। যেমন—
- What is this? (কি অর্থে)
- What class are you in? (কোন অর্থে)
- What is your father? (কি করে অর্থে)
- What is Dhaka famous for? (কিসের জন্য অর্থে)
- Which এর ব্যবহার : কোন কিছু বা কাউকে বেছে নেওয়ার জন্য ব্যক্তি, বস্তু বা ইতর প্রাণীকে বুঝালে Which ব্যবহৃত হয়। যেমন-
- Which is your mother? (ব্যক্তি বুঝাতে)
- Which pen is your’s? (বস্তু বুঝাতে)
- Which is the fastest horse? (ইতর প্রাণী বুঝাতে)
- Note: What, who, which এগুলো মূলত Relative pronoun. কিন্তু এগুলো দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তখন তা Interrogative Pronoun.
-
-
- Relative Pronoun
- Use of Relative Pronoun
-
-
- সাধারণত Who, whom, whose, which, that এগুলো Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও as, but প্রভৃতি Relative Pronoun রূপে ব্যবহৃত হয়। নিম্নে এদের ব্যবহার দেওয়া হল।
- Who এর ব্যবহার : শুধুমাত্র ব্যক্তি বা ব্যক্তিবাচক Pronoun এর পরিবর্তে Who বসে। যেমন –
- I know the boy. He is honest.
- I know the boy who is honest.
- I know the man. He is a doctor.
- I know the man who is a doctor.
- Which এর ব্যবহার : বস্তু ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে এবং শিশুদের পরিবর্তে Which বসে। যেমন –
- বস্তুর ক্ষেত্রে:
- I bought a pen. The pen is very nice.
- The pen which I bought is very nice.
- ইতর প্রাণীর ক্ষেত্রে:
- I saw a dog. It was barking.
- I saw a dog which was barking.
- শিশুদের ক্ষেত্রে:
- I like the child. The child is playing.
- The child which I like is playing.
- Whose এর ব্যবহার : ব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে Pronounটি যদি Possessive (my, our, your, their, his. her) হয় তবে তার পরিবর্তে Whose ব্যবহার করা হয়।যেমন –
- The man was very strong. His weight was 60 kg.
- The man whose weight was 60 kg was very strong.
- এছাড়া বস্তুর ক্ষেত্রে, A triangle whose three sides are equal is called an equilateral triangle.
- Whom এর ব্যবহার : শুধুমাত্র ব্যক্তি এবং তা singular এবং Plural উভয় ক্ষেত্রে এবং তা যদি Objective (me, us, you, them, him, her) হয় তার পরিবর্তে Whom বসে। যেমন –
- The man is a footballer. I met him in the bus.
- The man whom I met in the bus is a footballer.
- What এর ব্যবহার : শুধুমাত্র বস্তুকে নির্দেশ করতে What ব্যবহৃত হয়। তবে তা কোন নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে না। What মূলত That ও Which-এর সংযোগে গঠিত হয় অর্থাৎ What = that which। এ কারণে What কে Compound Relative pronoun বলা হয়।
- You look at something. It is nice.
- What you look at is nice.
- That এর ব্যবহার :
- That ব্যক্তি, বস্তু এবং ইতর প্রাণী সবার পরিবর্তে ব্যবহৃত হয়। That কখনও কখনও Who, whom which এর পরিবর্তে ব্যবহৃত হয়। কিন্তু কখনও Whose এর পরিবর্তে ব্যবহৃত হয় না। যেমন –
- ব্যক্তির ক্ষেত্রে:
- This is the man. He is honest.
- This is the man that (who) is honest.
- বস্তুর ক্ষেত্রে:
- This is the pen. You give me the pen.
- This is the pen that (which) you give me.
- ইতর প্রাণীর ক্ষেত্রে:
- This is the cat. The cat looks nice.
- This is the cat that looks nice.
- এছাড়াও that নিম্নলিখিত ক্ষেত্রেও ব্যবহৃত হয় :
- Superlative Degree এর Adjective-এর পর that ব্যবহৃত হয় :
- She is the most beautiful girl in the class that I ever saw.
- Any, only, all, the same প্রভৃতির পর that বসে।
- This is the same boy that I saw in the school.
- The only book that I bought is lost.
- All that you think was wrong.
- Who, what ইত্যাদি Interrogative pronoun-এর পর that ব্যবহার করা হয়।
- What is the matter that you told her?
- Who is the person that does not love his country?
- But এর ব্যবহার : But মূলত একটি Conjunction হলেও এটি Relative pronoun হিসাবে that …… not এর পরিবর্তে negative sentence এ ব্যবহৃত হয়। তাই একে negative relative pronoun বলে।
- There is no man but wishes to be happy.
- As এর ব্যবহার : As শব্দটি sentence এ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কখনও কখনও Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এটি সাধারণত Such, the sure, as much, as many, so ইত্যাদির পরে ব্যবহৃত হয়।
- You drink as much milk as you can.
-
-
- Indefinite Pronoun
-
-
- যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট ভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে Indefinite Pronoun বলে।
- One, none, other, another, naught, many, few, some, all, they, several, both ইত্যাদি Indefinite pronoun হিসাবে ব্যবহৃত হয়।
- Do not speak ill of others.
- Any of the girls can sing the song.
- None of them do the work.
- উপরের sentence গুলোতে Other, any, none ইত্যাদি Pronoun গুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাচ্ছে তাই এগুলো Indefinite pronoun.
-
- Indefinite Pronoun এর ব্যবহার
-
- Distributive Pronoun
- Reflexive pronoun
- Reciprocal Pronoun
English GrammarNounParts of SpeechPronoun