Noun English Grammar – Parts of Speech in Bengali – LearnEnglishBengali.Com
November 22, 2021 Post a comment
- NOUN – বিশেষ্য
-
-
- Noun (বিশেষ্য) : আমরা শুরুতেই জেনেছি, যে কোন নামবাচক শব্দ মাত্রই noun. যে word দ্বারা কোন ব্যক্তি, বস্ত স্থান, প্রাণী, পদার্থের গুণ বা অবস্থা, ব্যক্তি বা বস্তুর নাম বুঝায় তাকে Noun বলে।
- যেমন-
- Rahim likes red flowers.
- রহিম লাল ফুল পছন্দ করে।
- I am fond of sweets.
- আমি মিষ্টি প্রিয়।
- Dhaka is a big city.
- ঢাকা একটি বড় শহর।
- এখানে নিচে দাগ দেওয়া শব্দগুলোর প্রত্যেকটিই কিছু না কিছুর নাম প্রকাশ করে। সুতরাং এরা noun.
- Classification of Noun
- ইন্দ্রিয় দ্বারা উপলদ্ধি করা যায় অথবা ইন্দ্রিয় দ্বারা উপলদ্ধি করা যায় না এ প্রেক্ষিতে Noun কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা :
- (a) Concrete Noun (ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য)
- (b) Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
- Concrete Noun : যেসব noun এর বাহ্যিক আকৃতি আছে এবং চোখে দেখা যায়, ছোঁয়া যায়, স্বাদ নেয়া যায় অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা উপলদ্ধি করা যায় তাকে Concrete Noun বলে।
- A Concrete Noun is the name of something which has a material form and which can be perceived through senses.
- যেমন-
- I like flower.
- আমি ফুল পছন্দ করি।
- I drink water.
- আমি পানি পান করি।
- He is a good boy.
- সে একজন ভালো ছেলে।
- The cow is red.
- গরুটি লাল।
- Abstract Noun: যেসব Noun এর বাহ্যিক আকৃতি নেই, চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেয়া যায় না অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না শুধু মাত্র অনুভব করা যায় তাকে Abstract noun বলে।
- An Abstract Noun relates to qualities, states or action which cannot be seen or touched.
- যেমন-
- Honesty is the best policy.
- সততা সর্বোত্তম পন্থা।
- Kindness is a great virtue.
- দয়া একটি মহৎ গুণ।
- Health is wealth.
- স্বাস্থ্যই সম্পদ।
- Beauty is truth.
- সৌন্দর্য সত্য।
- Abstact noun সাধারণত common noun, Adjective এবং verb থেকে তৈরি হয়। যেমন
- Common noun- Child থেকে childhood.
- Slave থেকে slavery.
- Adjectives- Kind থেকে kindness
- Honest থেকে honesty.
- Verbs- Arrive থেকে arrival.
- Grow থেকে growth.
- Note : সাধারণত Abstract Noun এর শেষে -ness, hood, tion, ship, -ism, -dom, -ment, -ty, -ce, -th প্রভৃতি থাকে।
- যেমন-
- honesty, beauty, kindness, laughter, boyhood, service, justice,
- entertainment, judgement, fascism, freedom ইত্যাদি।
- Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা :
- Proper noun (নামবাচক বিশেষ্য)
- Common noun (জাতিবাচক বিশেষ্য)
- Collective noun (সমষ্টিবাচক বিশেষ্য)
- Material noun (বস্তুবাচক বিশেষ্য)
- Proper Noun : যে Noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝানো হয় তাকে Proper Noun বলে।
- A Proper Noun is the name of a particular person, thing or place.
- যেমন- Dhaka, Rahim, Lili প্রভৃতি।
- Common Noun : যে Noun দ্বারা এক জাতীয় ব্যক্তি, প্রাণী বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝানো তাকে Common noun বলে।
- A Common Noun is such a noun which denotes the common name of living or lifeless beings of the same class or kind.
- যেমন- boy, cow, man, book, king, girl প্রভৃতি।
- Collective Noun : যে Noun সমজাতীয় বা এক জাতীয় কোন ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
- A Collective Noun is the name of a group or a collection of similar persons or things considered as one whole.
- যেমন –
- There is a crowd under the tree.
- গাছের নিচে ভিড়।
- She is the best girl in the class.
- সে ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে।
- Our team has won the match.
- আমাদের দল খেলাটি জিতেছে।
- Material Noun : যে সকল Noun গণনা করা যায় না শুধুমাত্র এর পরিমাণ নির্ধারণ করা যায় তাদেরকে Material Noun বলে।
- Material Noun is the name of a material or substance which cannot be counted but can be weighed or measured.
- He drinks some milk.
- সে দুধ পান করে।
- The ring is made of gold.
- রিঙটি স্বর্ণের তৈরি।
- We cannot live without water.
- আমরা পানি ছাড়া বাঁচতে পারি না।
- The coal of India is pure.
- ভারতের কয়লা বিশুদ্ধ।
- Noun এর প্রকারভেদ আরও স্পষ্টভবে দেখান হল ।
- Concrete Noun – ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য
- Pencil. Book. Karim. Paper
- Proper Noun – নামবাচক বিশেষ্য
- Dhaka
- Padma
- Rahim
- The Quran
- Bangladesh
- Common Noun – জাতিবাচক বিশেষ্য
- Poet
- City
- Cow
- Man
- Tree
- Collective Noun – সমষ্টিবাচক বিশেষ্য
- Class
- Army
- Team
- Jury
- Party
- Material Noun – বস্তুবাচক বিশেষ্য
- Iron
- Gold
- Milk
- Water
- Coal
- Abstract Noun – গুণবাচক বিশেষ্য ।
- Kindness, Poverty, Honesty, Truth Choice
- বিভিন্ন ধরনের Abstract Noun:
- Noun, Adjective এর শেষে -ness, -tion, -hood, -ship, -dom, -ment, -ism, -th, -ty, -ce, – cy প্রভৃতি যুক্ত করে abstract noun গঠন করে :
- Adjective – Abstract
- Cruel – Cruelty
- Good – Goodness
- Poor – Poverty
- Dark – Darkness
- Kind – Kindness
- True – Truth
- Sweet – Sweetness
- Vacant – Vacancy
- Human – Humanity
- Wide – Width
- Wise – Wisdom
- Good – Goodness
- Dark – Darkness
- True – Truth
- Vacant – Vacancy
- Wide – Width
- Verbs – Abstract noun
- Act – Action
- Protect – Protection
- Punish – Punishment
- Choose – Choice
- Expect – Expectation
- Serve – Service
- Converse – Conversation
- Ignore – Ignorance
- Educate – Education
- Judge – Judgment
- Depart – Department
- Common Noun – Abstract Noun
- Boy – Boyhood
- Leader – Leadership
- Agent – Agency
- Friend – Friendship
- Child – Childhood
- Patriot – Patriotism
- Hero – Heroism
-
-
- Use one kind of noun as another
-
-
- Common noun হিসাবে Proper noun এর ব্যবহার : কোন কোন ক্ষেত্রে proper noun নিজেকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তার গুণাবলী, বৈশিষ্ট্য বা কার্যাবলী প্রকাশ করে তখন তা common noun এর মত কাজ করে। এক্ষেত্রে proper noun এর পূর্বে article বসে বা proper nounটি plural form এ পরিবর্তিত হয়।
- যেমন-
- Nazrul was the Byron of Bangladesh.
- নজরুল ছিলেন বাংলাদেশের বাইরন।
- Asraful is the Tendulcar of Bangladesh.
- আশরাফুল বাংলাদেশের টেন্ডুল্কার।
- There are many Nasimas in our village.
- আমাদের গ্রামে অনেক নাজিমা আছে।
- Common noun হিসাবে Material noun এর ব্যবহার : কোন পদার্থের তৈরি কোন বস্তুকে common noun হিসাবে গণ্য করা হয়। এক্ষেত্রে Material noun, common noun এর মত কাজ করে। এবং এর পূর্বে article বসে plural form হয়।
- যেমন-
- The theif was put in irons.
- The silver of her chain is bright.
- Common noun হিসাবে Collective noun: Collective noun যখন একটি দলকে না বুঝিয়ে একের অধিক দলকে বুঝায় তখন তা common noun হিসাবে গণ্য হয়।
- Many armies will participate in the work.
- There are many teams in the tournament.
- Countable and Uncountable Noun
- বর্তমান সময়ের ব্যাকরণবিদগণ Noun কে গণনা করা যায় অথবা গণনা করা যায় না এ ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছেন। তা হল:
- Countable Noun. (গণনাবাচক বিশেষ্য)
- Uncountable Noun. (অগণনাবাচক বিশেষ্য)
- 1. Countable Noun: যে Nounগুলো এমন কিছুর নাম বুঝায় যেগুলোকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি সেগুলো Noun-কে Countable Noun বলে। সাধারণত Proper, Common ও Collective noun গুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় তাই এরা Countable Noun.
- যেমন– Rahim, Book, Pen, Chair, Class Team ইত্যাদি।
- 2. Uncountable Noun : যে সকল Noun গুলো আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না বা count করতে পারি না সেই Noun-কে Uncountable Noun বলে। সাধারণত Material ও Abstract noun গুলো গণনা করা যায় না, তাই এরা Uncountable Noun.
- যেমন – Water, Milk, Honesty, Air, Coffee, Rice ইত্যাদি।
- Countable Noun এর বৈশিষ্ট্য:
- Countable Noun গুলো Singular এবং Plural উভয় Number-এ হতে পারে। যেমন :
- Singular
- A book
- An apple
- A boy
- Plural
- Two books
- Three apples
- Five boys
- Proper Noun ছাড়া অন্য সব singular countable noun-এর পূর্বে সাধারণত article হিসাবে a, an, the এবং determiner হিসাবে this, that, every, either, neither ইত্যাদি ব্যবহূত হয়। যেমন :
- He has an umbrella.
- তার একটি ছাতা আছে।
- Each student has given a pen.
- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি করে কলম দেওয়া হয়েছে।
- Neither of the books is good.
- বইগুলোর কোনটাই ভালো নয়।
- Either you or your brother will come.
- হয় তুমি অথবা তোমার ভাই আসবে।
- Note: Determiners: যে সকল word কোন ব্যক্তি বা বস্তু কে শনাক্ত করে বা তাদের সংখ্যা ও পরিমাণ নির্দেশ করে তাদেরকে Determiners বলে। আমরা সাধারণত যে Determiners গুলো ব্যবহার করি তা হল :
- Articles: a, an, the.
- Demonstrative: this, that, these, those.
- Possessive: my, your, our, their, his, her, its, Rahim’s, Lima’s প্রভৃতি।
- Numerals: three, four or any numeral.
- Quantifiers: all, both, any, no, some, each, either, neither, each, many, much,
- few, little প্রভৃতি।
- Plural countable Noun- এর পূর্বে যেসব determiner ব্যবহৃত হয় তারা হল : these, those, all, Some, many, both, few, a few, any of, several প্রভৃতি। যেমন :
- The boys are happy.
- বালকেরা খুশি।
- I know both of the men.
- আমি উভয় মানুষকে চিনি।
- The teacher asked the students a few questions.
- শিক্ষক ছাত্র-ছাত্রীদের কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল।
- Any of the girls can do it.
- যেকোনো বালিকাই এটি করতে পারে।
- B.: Determiner ছারাও Plural countable noun ব্যবহৃত হয়। যেমন :
- Cows are useful animal.
- গরু উপকারি জন্তু।
- Plural countable noun যখন সাধারণভাবে একজাতীয় ব্যক্তি বা বস্তু কে বোঝায় তখন তার পূর্বে The বসে না। কিন্তু নির্দিষ্টভাবে কোন ব্যক্তি বা বস্তু কে বোঝালে তার পূর্বে The বসে। যেমন:
- I like fruits.
- আমি ফল পছন্দ করি।
- I like the fruits of this garden.
- আমি এই বাগানের ফল পছন্দ করি।
- অনির্দিষ্টভাবে বোঝালে singular countable noun এর পূর্বে some বসে। কিন্তু Plural countable noun এর পূর্বে তখনই some বসে যখন Noun টিকে in general না বুঝিয়ে নির্দিষ্ট করে বুঝায়।
- Some boys had broken the glass. (Boy অনির্দিষ্টভাবে)
- I love mangoes. (Mangoes সাধারণভাবে )
- আমি আম পছন্দ করি।
- I have seen some good films recently. (Films সাধারণভাবে নয়, particular).
- আমি সম্প্রতি কিছু ভালো ফিল্ম দেখেছি।
- Uncountable Noun এর বৈশিষ্ট্য
- Uncountable noun- এর Plural number হয় না এবং এর পূর্বে কোনো article ব্যবহৃত হয় না।
- Uncountable noun- এর পূর্বে কিছু determiners যেমন – this, that, these, those, little, much, any, some, no প্রভৃতি ব্যবহৃত হয়। যেমন:
- He has no money.
- তার কোন টাকা নেই।
- He gave me some milk.
- তিনি আমাকে কিছু দুধ দিলেন।
- There is a little water in the glass.
- গ্লাসের মধ্যে কোন পানি নেই।
- This information is correct.
- তথ্যটি সত্য।
- Determiner ছাড়াও Uncountable Noun হতে পারে। যেমন –
- Water has no colour.
- পানির কোন রঙ নেই।
- Uncountable Noun-এর Countable Noun রূপে ব্যবহার :
- Material Noun ও Abstract Noun অর্থাৎ Uncountable Noun যখন common Noun হিসাবে ব্যবহৃত হয়, তখন তা Countable Noun হয়। যেমন-
- The window is made of glass.
- জানালাটি গ্লাসের তৈরি।
- Please give me a glass of water.
- দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও।
- The ring is made of gold.
- রিংটি স্বর্ণের তৈরি।
- This is a gold bar.
- এটা একটা সোনার বার।
- Uncountable Noun – এর সাথে কিছু measure word ( পরিমাপ করা যায় এমন শব্দ ) যোগ করে Countable Noun এর পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে Structure টি হবে নিম্নরূপ:
- Examples:
- Article/Number + Countable/measure word + of + Uncountable Noun.
- A + bag + of + rice
- Two + bags + of + sugar
- Many + bags + of + rice
- A few + bags + of + sugar
- Three + packets + of + salt
- A + slice + of + bread
- Five + boxes + of + milk + powder
- A + gallon + of + water.
- Three + kilos + of + butter
- Two + litters + of + milk
- A + pot + of + jam.
- Six + bales + of + cotton
- Ten + tons + of + iron
- Two + bottles + of + honey
- A + kind + of + justice
- আশা করি, আপনারা Noun সম্পর্কে পরিপূর্ণ ভাবে বুঝতে পেরেছেন এবং যদি কোথাও কোন কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেবার চেষ্টা করব। LearnEnglishBengali এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
-
English GrammarNounParts of Speech